আগের পর্ব পড়তে এখানে ক্লিক করতে হবে।
ইঞ্জিনএক্স (nginx) হচ্ছে একটি জনপ্রিয় ওয়েব সার্ভার। আগে আমি বেশিরভাগ ক্ষেত্রেই এপাচি (apache) ব্যবহার করতাম, এখন ইঞ্জিনএক্স ব্যবহার করি। তাই এখন ইঞ্জিনএক্স ইনস্টল করে ফেলবো।
প্রথমে সার্ভারে লগিন করতে হবে : ssh -p 1234 user@ip-address
তারপরে নিচের কমান্ড :
sudo apt-get install nginx
ইঞ্জিনএক্স সার্ভারে একটি সার্ভিস হিসেবে চলবে, সেটি চলছে কী না পরীক্ষা করি :
dimik@dimikcomputing:~$ service nginx status
* nginx is running
তার মানে ঠিকঠাক চলছে। তবে আরো চারটি কমান্ড জেনে রাখি :
service nginx start
service nginx stop
service nginx restart
service nginx reload
এখন ব্রাউজারে আইপি-এড্রেস লিখে এন্টার চাপলেই আমরা নিচের ছবিটি দেখবো :
Facebook Comments