বর্তমান বিশ্বে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাইথন (Python)। এটি একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ভাষা যেটি তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজটি করে পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন।

সারা পৃথিবীতে পাইথন প্রোগ্রামারদের যেই সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়, সেটির নাম হচ্ছে পাইকন (পাইথন কনফারেন্স)। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে “পাইকন ঢাকা ২০১৪” নামে বাংলাদেশে সেটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জুন মাসের ২১ তারিখ। ইতিমধ্যে পাইথন ফাউন্ডেশন থেকে অনুমতিও পাওয়া গেছে। তারা তাদের ওয়েবসাইটে ঢাকার এই অনুষ্ঠানের কথা উল্লেখ করেছে।
তিন ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে পাইথন-এর বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়াও পাইথন প্রোগ্রামারদের নিজেদের মধ্যে পরিচিতিরও সুযোগ থাকছে এখানে। ইতিমধ্যে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে। ১৭০ জন পাইথন প্রোগ্রামার পাইকন ঢাকা-তে রেজিস্ট্রেশন করেছেন বলে জানা গেছে।
সম্পূর্ণ ইভেন্টটি ভিডিও করা হবে যেন পরববর্তি সময়ে ইউটিউব থেকে আলোচনাগুলো দেখার সুযোগ থাকে।
অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ পাইথন ইউজার গ্রুপ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও দ্বিমিক কম্পিউটিং স্কুল। পার্টনার হিসেবে আছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম। পৃষ্ঠপোষক হচ্ছে নিউজক্রিড, ওয়াইডস্পেস, মুক্তসফট, বিডিজবস, ট্রান্সেনডিও, অনলাইন-কেনাকাটা, ফাইন্ডার এলবিএস এবং নেসক্যাফে।
পাইকন ঢাকা-এর অফিশিয়াল ওয়েবসাইট : http://dhaka.pycon.org/