ডিসক্রিট ম্যাথমেটিকস্ -এর ডিভিডি

সম্প্রতি ডিসক্রিট ম্যাথমেটিকস্-এর উপর একটি অনলাইন কোর্স আয়োজন করে দ্বিমিক কম্পিউটিং স্কুল। কোর্সটি পরিচালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক হাম্মাদ আলী। প্রায় তিন হাজারের মতো শিক্ষার্থী কোর্সটিতে অংশগ্রহন করে।

কোর্সের সবগুলো ভিডিও লেকচার নিয়ে একটি ডিভিডি বের করেছে দ্বিমিক কম্পিউটিং স্কুল। আগামী মঙ্গলবার (আগষ্ট ৪) থেকে এটি পাওয়া যাবে রকমারি ডট কম-এ এবং ঢাকার নীলক্ষেতের হক লাইব্রেরিতে। বাংলাদেশের যেকোনো জায়গা থেকে রকমারি ডট কম-এ ডিভিডি অর্ডার করলে ওরা বাসায় পৌঁছে দিবে মাত্র ৩০ টাকার বিনিময়ে।রকমারি ডট কম থেকে অর্ডার করার লিঙ্ক : http://goo.gl/dYGrxu