প্রতিটি ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার কিনলে সাথে দ্বিমিক কম্পিউটিং স্কুল থেকে প্রকাশিত ‘প্রোগ্রামিংয়ে হাতে খড়ি’ অথবা ‘ওয়েব কনসেপ্টস্’ এর ডিভিডি ফ্রি দিবে প্যানারোমা কম্পিউটার্স। আজ সোমবার ঢাকার এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে এই ঘোষণা দেন প্যানারোমা কম্পিউটার্সের পরিচালক শাহাদাৎ হোসেন এবং দ্বিমিক কম্পিউটিং স্কুলের সিইও তাহমিদ রাফি।
প্যানারোমা কম্পিউটার্সের পরিচালক শাহাদাৎ হোসেন জানান: “প্যানারোমা থেকে যারা কম্পিউটার কেনে, তাদের বেশিরভাগই শিক্ষার্থী। তাই শিক্ষার্থীদের যদি ডিভিডি দেওয়ার মাধ্যমে প্রোগ্রামিংয়ে আগ্রহী করা যায়, তাহলে সেটা দারুণ ব্যপার হবে।”
এই উদ্যোগ নেওয়ার জন্য প্যানারোমাকে ধন্যবাদ জানান দ্বিমিক কম্পিউটিং স্কুলের সিইও তাহমিদ রাফি।
প্যানারোমা কম্পিউটার্সের ঠিকানা: লেভেল ৮, মাল্টিপ্ল্যান সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
ওয়েবসাইট : http://www.panaromabd.com/