অ্যারোস্পেসে ক্যারিয়ার গড়তে হলে

বিশ্ব মহাকাশ সপ্তাহ (World Space Week) উপলক্ষে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে চলছে বিভিন্ন অনুষ্ঠান। গতকাল (শুক্রবার) সেখানে যাই তানভীরুল ইসলামের একটা বক্তৃতা শোনার জন্য।

এমা লেম্যান
এমা লেম্যান

তানভীরের বক্তৃতার পরই “Building a Career in Aerospace” শিরোনামে আরেকটি বক্তৃতা শুনি। বক্তৃতা করেন এমা লেম্যান (Ms. Emma Lehman), যিনি বর্তমানে গুগলের একটি প্রতিষ্ঠান টেরাবেলা-তে ফ্লাইট অপারেশনস টিমের নেতৃত্ব দিচ্ছেন।

 

সেখানে কী কাজ হয়, জানা যাবে নিচের ভিডিও থেকে:

সেখানে তিনি অ্যারোস্পেস-এ ক্যারিয়ার গড়ার জন্য নয়টি পরামর্শ দেন এমা। যদিও এগুলো নিয়ে তিনি বিস্তারিত বলেন, আমি কেবল বিষয়গুলোর নাম উল্লেখ করছি।

Jpeg
building a career in aerospace

১) লিখতে জানতে হবে: বিজ্ঞানীদের বিভিন্ন রিসার্স পেপার, গ্র্যান্ট প্রপোজাল ইত্যাদি খুব ভালোভাবে লিখতে হয়। তাই লেখালেখি-তে দক্ষতা অর্জন করতে হবে।

২) লেগে থাকতে হবে: কোনো কিছুই সহজ নয়, লেগে থাকা চাই। শুরুতে কোনো কাজ ভালো নাও লাগতে পারে। কিন্তু পরিশ্রম করে যেতে হবে। তাতে একসময় কাজটা সহজ হয়ে যাবে।

৩) নিজের নেটওয়ার্ক ব্যবহার করতে হবে: কেউ যখন লেখাপড়া শেষ চাকরির জন্য তৈরি, তখন নিজের কানেকশন মানে পরিচিত মানুষদের কাজে লাগাতে হবে। চাকরির জন্য কারো কাছে সিভি পাঠানোতে লজ্জ্বার কিছু নেই।

৪) ঝুঁকি নিতে হবে: সবসময় নিরাপদ চাকরি বেছে নিলে সেটা ক্যারিয়ারের জন্য ভালো নাও হতে পারে।

৫) এমন একটি কাজ বা চাকরি খুঁজে নিতে হবে, যেটি তুমি উপভোগ করবে আর কাজ থেকে তুমি অনুপ্রেরণাও পাবে।

৬) সবসময় আরামের কাজ খুুঁজবে না। যেসব জিনিস তুমি জানো, সহজেই করতে পারো, এরকম কাজ বারবার করে কোনো লাভ নেই।

ওপরের পরার্মশগুলো কেবল অ্যারোস্পেস না, সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। নিচের তিনটি অ্যারোস্পেসে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য বিশেষভাবে বলা:

৭) অ্যারোস্পেস স্টার্টআপে কাজ নিলে কাজ করার সুযোগ অনেক বেশি পাওয়া যায়। তাই স্টার্টআপেই কাজ খুঁজে নেওয়া উচিত।

৮) অ্যারোস্পেসের জগতেই অনেক ধরণের কাজ আছে। আমি কেবল এরকম কাজ করবো, বা এরকম কোম্পানীতে কাজ করব, এরকম মানসিকতা না রেখে নতুন চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারে ফ্লেক্সিবল থাকতে হবে।

৯) পাইথন প্রোগ্রামিং শিখতে হবে।

এই ছিল এমার উপদেশের হাইলাইটস্। শেষ লাইনটিতে আমি বেশ মজা পেয়েছি কারণ গত কয়েকবছর ধরে বাংলাদেশে পাইথন প্রোগ্রামিং ভাষাকে জনপ্রিয় করার চেষ্টা করছি। পাইথন কেবল যারা সফটওয়্যার বানাবে, তাদের জন্যই নয়, যারা গণিত ও বিজ্ঞানের নানান শাখায় কাজ করবে, তাদের জন্যও খুবই দরকারি একটি প্রোগ্রামিং ভাষা। নিচে আমার কাজের তিনটি লিঙ্ক দিলাম।

Leave a Reply