পাইথন দিয়ে এপিআই ব্যবহার – ৩য় পর্ব

আমরা আবহাওয়ার তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করার জন্য একটি প্রোগ্রাম মোটামুটি দাঁড় করিয়ে ফেলেছি। প্রোগ্রামটি Open Weather API ব্যবহার করে বর্তমান সময়ের তাপমাত্রা ও আর্দ্রতার তথ্য সংগ্রহ করে। তারপর সেটি ডেটাবেজে সংরক্ষণ করে। আমরা এখানে বেশ কয়েকটি কাজ করছি, কিন্তু সবগুলো কাজ একই জায়গায় করছি। আমাদের উচিত, কাজগুলো আলাদা ফাংশনে করা এবং ফাংশনগুলো এমনভাবে তৈরি করা যেন একটি ফাংশন একটি নির্দিষ্ট কাজ করে।

আমাদের প্রথম কাজটি ছিল ডেটাবেজ টেবিল তৈরি করা। তারপরের কাজ হচ্ছে আবহাওয়ার তথ্য সংগ্রহ করা। সবশেষের কাজ হচ্ছে আবহাওয়ার তথ্য ডেটাবেজে সংরক্ষণ করা। তাহলে আমরা প্রতিটি কাজের জন্য আলাদা ফাংশন তৈরি করতে পারি।

আমি নিচে ফাংশনগুলো দেখিয়ে দিলাম। ফাংশনগুলো পুরোপুরি তৈরি করার দায়িত্ব পাঠকের।

def create_table():
   pass


def get_weather_data():
   pass


def store_weather_data():
   pass


if __name__ == "__main__":
   # create database connection
   conn = sqlite3.connect('example.db')
   c = conn.cursor()

   # create table if it doesn't exist
   create_table()

   # get weather info from open weather map api
   temperature, humidity = get_weather_data()

   # store weather data into database
   store_weather_data(temperature, humidity)

   # close database connection
   conn.close()

ওপরের কোডকে আমরা বলতে পারি মডিউলার (modular) কোড। প্রোগ্রামটি এখন পড়তে ও বুঝতে আগের চেয়ে সহজ। নতুন প্রোগ্রামাররা প্রায়শই মডিউলার কোড লিখতে পারে না, সবকিছু এক জায়গায় লিখে জগাখিচুড়ি পাকিয়ে ফেলে। তাই মডিউলার কোড লেখা বেশ গুরুত্বপূর্ণ।

প্রোগ্রাম তো আগের চেয়ে সুন্দরভাবে লেখা হলো। কিন্তু আমরা আমাদের প্রোগ্রামে কোথাও এক্সেপশন হ্যান্ডেল করি নি। এক্সেপশন হ্যান্ডেল করার বিষয়টি আমি “পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা ২য় খণ্ড” বইতে আলোচনা করেছি। এখন কথা হচ্ছে, কোন কোন জায়গায় এক্সেপশন হ্যান্ডেল করা উচিত? আমাদের প্রোগ্রামে আমি তিনটি জায়গা দেখতে পাচ্ছি যেখানে ঝামেলা হতে পারে – 

  • আমরা যখন এপিআই কল করছি, সেখানে যদি ইন্টারনেট কানেকশনে কোনো ঝামেলা হয়, কিংবা সার্ভারে কোনো সমস্যা হয়, তখন আমাদের প্রোগ্রাম ক্র্যাশ করবে।
  • আমরা যখন জেসন (json) ডেটা থেকে তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা নিচ্ছি, সেখানে ডিকশনারি ব্যবহার করা হচ্ছে। যদি কি (key) না থাকে, তখন প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে।
  • এসকিউএল কুয়েরি (যেমন, ডেটা ইনসার্ট) ঠিকভাবে না চললে, তখন এরর দিবে এবং সেটিও কোডে ঠিকঠাক হ্যান্ডেল করতে হবে।

পাইথন দিয়ে এপিআই ব্যবহার – ২য় পর্ব

আগের লেখায় আমরা আবহাওয়ার তথ্য কেবল স্ক্রিনে প্রিন্ট করেছিলাম। এবারে সেটি ডেটাবেজে সংরক্ষণ করার ব্যবস্থা করবো। ডেটাবেজ হিসেবে এসকিউলাইট ব্যবহার করা হবে। ডেটাবেজ নিয়ে যাদের কোনো ধারণা নেই, তারা আমার এসকিউলাইট পরিচিতি ভিডিও সিরিজ দেখে নিলে সুবিধা হবে।

আমরা পাইথন প্রোগ্রাম থেকেই temperature নামে একটি টেবিল তৈরি করবো। এই টেবিলের প্রথম কলাম হবে একটি id নামক একটি ইন্টিজার। এটিকে আমরা প্রাইমারি কি, নট নাল এবং অটো-ইনক্রিমেন্ট হিসেবে উল্লেখ করে দিবো। যারা এই কথাটির অর্থ বুঝতে পারে নাই, তাদের চিন্তার কিছু নাই। এই কথার অর্থ না বুঝলেও লেখাটি পড়তে ও প্রোগ্রাম করতে কোনো সমস্যা হবে না। টেবিলে আমরা তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা ছাড়াও তারিখ ও সময় সংরক্ষণ করব। 

পাইথন দিয়ে কিভাবে এসকিউলাইট ব্যবহার করতে হয়, সেটি জানা যাবে এখানে – https://docs.python.org/3/library/sqlite3.html। এখন টেবিল তৈরি করার জন্য আমরা এই কোড ব্যবহার করতে পারি –

import sqlite3
conn = sqlite3.connect('example.db')
c = conn.cursor()
c.execute('''CREATE TABLE IF NOT EXISTS temperature (id INTEGER PRIMARY KEY AUTOINCREMENT, temp REAL, humidity REAL, datetime TEXT)''')

আর বর্তমান তারিখ ও সময় বের করার জন্য এরকম কোড লিখব –

import datetime
current_time = datetime.datetime.now()

তাহলে আমার পুরো প্রোগ্রামটি দাঁড়াবে এরকম –

import requests
import json
import sqlite3
import datetime

conn = sqlite3.connect('example.db')
c = conn.cursor()
c.execute('''CREATE TABLE IF NOT EXISTS temperature (id INTEGER PRIMARY KEY AUTOINCREMENT, temp REAL, humidity REAL, datetime TEXT)''')

BASE_URL = "http://api.openweathermap.org/data/2.5/weather"

payload = {"id": "1337179", "APPID": "your api key"}

r = requests.get(BASE_URL, params=payload)
result = r.json()

temperature = result["main"]["temp"]
humidity = result["main"]["humidity"]

current_time = datetime.datetime.now()

c.execute('INSERT INTO temperature (temp, humidity, datetime) VALUES(?, ?, ?)', (temperature, humidity, current_time))

conn.commit()
conn.close()

এখন ওপরের প্রোগ্রামটি রান করলে ডেটাবেজে তাপমাত্রার তথ্য সংরক্ষিত হবে। আমরা টার্মিনাল থেকে বিষয়টি পরীক্ষা করতে পারি। যেই ফোল্ডার বা ডিরেক্টরি থেকে আমরা weather_info.py ফাইলটি রান করেছি, টার্মিনাল থেকে সেখানে গিয়ে আমরা এসকিউলাইট চালু করে তারপর টেবিলের ডেটা দেখতে পারি।

$ sqlite3 example.db
SQLite version 3.24.0 2018-06-04 14:10:15
Enter ".help" for usage hints.
sqlite> select * from temperature;
1|292.18|56.0|2019-07-29 23:35:32.797251

আমার কম্পিউটারে প্রোগ্রামটি ঠিকঠাক রান করেছে এবং ডেটাবেজেও ডেটা সংরক্ষিত হয়েছে। আশা করি, প্রোগ্রামটি লিখতে পেরে অনেকেই আনন্দিত হয়েছে। কিন্তু আমি যদি চাকরির ইন্টারভিউতে কাউকে এই কাজটি করতে দিই, এবং সে এরকম কোড লিখে, তাহলে তাকে আমি ইন্টারভিউতে পাশ করাব না। তাহলে কিরকম কোড লিখতে হবে? আলোচনা করব পরবর্তী পর্বে

পাইথন দিয়ে এপিআই ব্যবহার – ১ম পর্ব

পৃথিবীতে বিভিন্ন প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনেক ডেটা সংগ্রহ ও সংরক্ষণ করে। সেই সঙ্গে তারা এপিআই (API)-এর মাধ্যমে সেসব ডেটা যেন অন্যরা পেতে পারে, তার ব্যবস্থাও রাখে। অনেক সময় সেই ডেটা পেতে হলে যেই এপিআই ব্যবহার করতে হয়, সেজন্য মূল্য পরিশোধ করতে হয়, আবার কখনও কখনও বিনামূল্যেও অনেক ডেটা পাওয়া যায়। আবহাওয়া সংক্রান্ত ডেটা, শেয়ার বাজারের ডেটা, মুদ্রার বিনিময় হার, ভৌগলিক বিভিন্ন ডেটা ইত্যাদি অনেক রকমের ডেটাই এপিআই ব্যবহার করে পাওয়া যায়। এখন এই লেখায় আমরা দেখবো, পাইথন প্রোগ্রামে আবহাওয়া সংক্রান্ত এপিআই ব্যবহার করে কিভাবে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে হয়।

আমরা যদি Weather API লিখে গুগলে সার্চ করি, তাহলে প্রথম পৃষ্ঠাতেই ওপেন ওয়েদার ম্যাপ-এর একটি লিঙ্ক আসবে (https://openweathermap.org/api)। এখানে বিভিন্ন এপিআই আছে, যেখানে বর্তমান সময়ের আবহাওয়ার তথ্য পাওয়া যায়, আবার আবহাওয়ার পূর্বাভাস (forecast) পাওয়ার জন্যও সেখানে এপিআই আছে। আমরা দেখবো বর্তমান সময়ের আবহাওয়ার তথ্য কিভাবে পেতে পারি। সেজন্য আমাদের যেতে হবে Current weather data সেকশনে। এখন, এই এপিআই ব্যবহার করার জন্য একটি এপিআই কি (API Key) প্রয়োজন হবে, আর এই বিষয়ে বিস্তারিত লেখা আছে https://openweathermap.org/appid লিঙ্কে। ওখানে গিয়ে appid (যা আসলে API Key) সেই সম্পর্কে জেনে নিতে হবে। নতুন যেকোনো এপিআই ব্যবহার করার সময় আমাদেরকে ডকুমেন্টেশন পড়ার অভ্যাস তৈরি করতে হবে। অনেক সময় ডকুমেন্টেশন না পড়ে কেবল উদাহরন বা নমুনা কোড দেখলেই বুঝা যায় যে এপিআই কীভাবে ব্যবহার করতে হবে, তবে আমার পরামর্শ হবে, সবসময় ডকুমেন্টেশন পড়ার চেষ্টা করা। তাতে হয়ত ঘণ্টা খানেক বেশি সময় লাগবে, কিন্তু একটা জিনিস ভালোভাবে জানা হয়ে গেলে ব্যবহার করা সহজ হয় এবং অনাকাঙ্খিত অনেক ঝামেলা এড়ানো যায়।

ওপেন ওয়েদার ম্যাপের এপিআই কি পেতে হলে সেখানে সাইন আপ করতে হবে বা একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরি হয়ে গেলে https://home.openweathermap.org/api_keys পেজ থেকে এপিআই কি পাওয়া যাবে এবং প্রয়োজন হলে নতুন এপিআই কি তৈরি করতে হবে।
এখন আমরা চলে যাব, এপিআই-এর ডকুমেন্টেশনে, যেখান থেকে জানা যাবে যে, এপিআই কীভাবে ব্যবহার করতে হবে। ডকুমেন্টেশনের লিঙ্ক হচ্ছে https://openweathermap.org/current। আমরা ঢাকা শহরের জন্য আবহাওয়ার তথ্য জানতে চাইব, আর সেজন্য city id ব্যবহার করতে হবে। ঢাকা শহরের city id জানার জন্য http://bulk.openweathermap.org/sample/ ওয়েবপেজ থেকে city.list.josn ফাইলটি ডাউনোড করে dhaka লিখে সেই ফাইলে সার্চ করতে হবে। তো আমি এভাবে জানতে পারলাম যে, ঢাকার city id হচ্ছে 1337179. তাহলে ওয়েব ব্রাউজারে আমরা যদি http://api.openweathermap.org/data/2.5/weather?id=1337179&APPID=xyz ঠিকানায় যাই, তাহলে আমরা ঢাকা শহরের আবহাওয়ার তথ্য দেখতে পাবো। xyz-এর জায়গায় এপিআই কি বসাতে হবে। এখন, এই তথ্য আমরা পাইথন প্রোগ্রামের সাহায্যে পাওয়ার ব্যবস্থা করবো। এজন্য আমরা requests মডিউল ব্যবহার করবো। এই মডিউল সম্পর্কে উদাহরণসহ আলোচনা করেছি “পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা দ্বিতীয় খণ্ড” বইতে।

import requests

URL = "http://api.openweathermap.org/data/2.5/weather"
payload = {"id": "1337179", "APPID": "7dd241yyyycd16xxxx"}

r = requests.get(URL, params=payload)

print(r.text)

প্রোগ্রামটি রান করলে নিচের মতো একটি আউটপুট পাবো –

{"coord":{"lon":90.42,"lat":24.17},"weather":[{"id":721,"main":"Haze","description":"haze","icon":"50n"}],"base":"stations","main":{"temp":300.15,"pressure":1001,"humidity":88,"temp_min":300.15,"temp_max":300.15},"visibility":3500,"wind":{"speed":3.6,"deg":90},"clouds":{"all":75},"dt":1564268448,"sys":{"type":1,"id":9145,"message":0.0091,"country":"BD","sunrise":1564269901,"sunset":1564317863},"timezone":21600,"id":1337179,"name":"Dhaka Division","cod":200}

এখন আমরা এই আউটপুট কপি করে https://jsonformatter.org/json-pretty-print ওয়েবসাইটে বসিয়ে সুন্দর করে দেখতে পারি। অথবা পাইথন প্রোগ্রামটি একটু পরিবর্তন করেও দেখা যায়। আগের কোডে নিচের দুটি লাইন যুক্ত করতে হবে – 

result = r.json()
print(json.dumps(result, indent=4))

আর প্রোগ্রামের শুরুতে json মডিউল ইমপোর্ট করতে হবে। এখন প্রোগ্রাম রান করলে সুন্দরভাবে আউটপুট দেখা যাবে। 

আমাদের দরকার আজকের দিনের বর্তমান তাপমাত্রা, যেটি আমরা পাব result[“main”][“temp”]-এ। আর সেই সঙ্গে বাতাসের আর্দ্রতার তথ্যও আমরা নেব, আর সেটি পাব result[“main”][“humidity”]-তে। এখন তাপমাত্রা আমরা কোন এককে পাচ্ছি? এটি ডকুমেন্টেশন পড়লেই বুঝা যাবে (এখানে – https://openweathermap.org/current#current_JSON)। 

আমাদের প্রোগ্রামটি এখন দাঁড়াচ্ছে এমন – 

import requests
import json

BASE_URL = "http://api.openweathermap.org/data/2.5/weather"

payload = {"id": "1337179", "APPID": "7dd241yyyycd16xxxx"}

r = requests.get(BASE_URL, params=payload)
result = r.json()

print("Temperature", result["main"]["temp"])
print("Humidity", result["main"]["humidity"])

পরের লেখায় আমরা দেখবো, কিভাবে এই তথ্য আমরা একটি ডেটাবেজে সংরক্ষণ করতে পারি।

নোট – ওপরের প্রোগ্রামগুলোতে 7dd241yyyycd16xxxx এর বদলে নিজের একাউন্ট থেকে সঠিক APP ID বসাতে হবে।

পাইথন দিয়ে সর্টিং – ২য় পর্ব

পাইথন প্রোগ্রামিং ভাষায় সর্ট করার পদ্ধতি।

আগের পর্বে আমরা দেখেছি কীভাবে পাইথনের বিল্টইন ফাংশন ব্যবহার করে সর্টিং করা যায়। এই লেখায় আমরা আরেকটু জটিল সর্টিংয়ের কাজ করব, তবে বিল্টইন ফাংশন ব্যবহার করেই কাজগুলো করা হবে।

ধরা যাক, একটি লিস্টে বিভিন্ন ফলের নাম এবং সেই ফল কতগুলো করে আছে, সেটি দেওয়া আছে – fruits = [(‘orange’, 3), (‘apple’, 3), (‘banana’, 2), (‘mango’, 10), (‘guava’, 5)]

এখন এই লিস্টকে আমরা যদি সর্ট করি, তাহলে ফলের নাম অনুসারে সর্ট হয়ে যাবে –

>>> fruits = [('orange', 3), ('apple', 3), ('banana', 2), ('mango', 10), ('guava', 5)]
>>> print(sorted(fruits))
[('apple', 3), ('banana', 2), ('guava', 5), ('mango', 10), ('orange', 3)]

ফলের নাম অনুসারে সর্ট হওয়ার কারণ কী? ফলের সংখ্যা অনুসারেও তো সর্ট হতে পারত। এখানে প্রতিটি টাপলের প্রথম উপাদান সেই টাপলের প্রতিনিধিত্ব করে। যেমন, টাপলে আমরা যদি আগে সংখ্যা লিখতাম, তারপরে ফলের নাম লিখতাম, তাহলে সংখ্যা অনুযায়ী সর্ট হতো।

কিন্তু আমরা যদি চাই, আমাদেরকে যেই লিস্ট দেওয়া আছে সেটি ফলের নাম নয়, বরং সংখ্যা অনুসারে সর্ট করা হবে, তখন কী করতে হবে? প্রতিটি টাপলের দ্বিতীয় উপাদানটি যদি সেই টাপলের প্রতিনিধিত্ব করত, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত উপায়ে সর্ট করতে পারতাম। sorted() ফাংশনে key নামে একটি প্যারামিটার আছে, যার মাধ্যমে আমরা বলে দিতে পারি, কোন উপাদানটির ওপর ভিত্তি করে সর্ট করার কাজটি হবে। key-তে আসলে একটি ফাংশন দেওয়া হয়, আর যেই লিস্ট সর্ট করতে হবে, তার প্রতিটি উপাদান সেই ফাংশনের মধ্যে পাঠানো হয়। ফাংশনটি একটি উপাদান রিটার্ন করবে, যার ওপর ভিত্তি করে সর্টিং হবে। তাহলে আমরা এখানে যেই কাজটি করতে চাচ্ছি, সেখানে এমন একটি ফাংশন লিখতে হবে, যা (‘apple’, 3) ইনপুট নিবে আর 3 রিটার্ন করবে।

def compare_fnc(item):
    return item[1]

fruits = [('orange', 3), ('apple', 3), ('banana', 2), ('mango', 10), ('guava', 5)]
print(sorted(fruits, key=compare_fnc))

ওপরের কোড রান করলে দেখা যাবে ফলের সংখ্যা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে সর্ট করা হয়ে গিয়েছে।

[('banana', 2), ('orange', 3), ('apple', 3), ('guava', 5), ('mango', 10)]

বড় থেকে ছোট ক্রমে সর্ট করতে চাইলে লিখতে হবে sorted(fruits, key=compare_fnc, reverse=True).

পাইথনে operator মডিউলে একটি ফাংশন আছে itemgetter, যেটি ব্যবহার করে আমরা ওপরের কাজটি আরো সহজে করতে পারি, আমাদের নিজেদের কষ্ট করে ফাংশন তৈরি করতে হবে না।

from operator import itemgetter

fruits = [('orange', 3), ('apple', 3), ('banana', 2), ('mango', 10), ('guava', 5)]
print(sorted(fruits, key=itemgetter(1)))

ওপরের কোডে itemgetter(1) এর বদলে itemgetter(0) লিখলে ফলের নাম অনুযায়ী সর্ট হয়ে যাবে। এখন আমরা যদি চাই, প্রথমে ফলের সংখ্যা অনুযায়ী সর্ট হবে, তারপরে যেসব ফলের সংখ্যা সমান, তাদের মধ্যে নাম অনুযায়ী সর্ট হবে, তাহলে কী করতে হবে? মানে আমাদের আউটপুট (‘orange’, 3′), (‘apple’, 3) ক্রমে না এসে (‘apple’, 3), (‘orange’, 3) ক্রমে আসবে। কাজটি সহজেই করা যায় এভাবে –

>>> fruits = [('orange', 3), ('apple', 3), ('banana', 2), ('mango', 10), ('guava', 5)]
>>> print(sorted(fruits, key=itemgetter(1, 0)))
[('banana', 2), ('apple', 3), ('orange', 3), ('guava', 5), ('mango', 10)]

এখান আমরা itemgetter(1, 0) ব্যবহার করেছি। কিন্তু এখন আমরা যদি চাই, ফলের সংখ্যার বড় থেকে ছোট ক্রমে সর্ট হবে আর যেসব ফলের সংখ্যা সমান, তারা নাম অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে সর্ট হবে, তখন কী করতে হবে? তাহলে দুইবার সর্ট করার কাজটি করতে হবে –

>>> fruits = [('orange', 3), ('apple', 3), ('banana', 2), ('mango', 10), ('guava', 5)]
>>> print(fruits)
[('orange', 3), ('apple', 3), ('banana', 2), ('mango', 10), ('guava', 5)]
>>> fruits = sorted(fruits, key=itemgetter(0))
>>> print(fruits)
[('apple', 3), ('banana', 2), ('guava', 5), ('mango', 10), ('orange', 3)]
>>> fruits = sorted(fruits, key=itemgetter(1), reverse=True)
>>> print(fruits)
[('mango', 10), ('guava', 5), ('apple', 3), ('orange', 3), ('banana', 2)]

ওপরের পদ্ধতি কাজ করে, কারণ পাইথনের sorted() ফাংশন stable সর্ট করে। sort()-এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

পাইথন দিয়ে সর্টিং – ১ম পর্ব

এই টিউটোরিয়ালে পাইথন দিয়ে কিভাবে সর্ট করতে হয়, সেটি আলোচনা করা হবে। প্রোগ্রামিংয়ে সর্ট (sort) করা মানে হচ্ছে কোনো নির্দিষ্ট ক্রমে সাজানো। পাইথনে কোনো লিস্টকে সর্ট করার জন্য একটি মেথড দেওয়া আছে, যার নাম হচ্ছে sort()। নিচের কোড দেখলেই sort() কী করে, সেটি বুঝা যাবে –

>>> li = [1, 3, 4, 5, 6, 2, 3]
>>> li.sort()
>>> print(li)
[1, 2, 3, 3, 4, 5, 6]

প্রোগ্রামটি রান করলে দেখা যাচ্ছ যে, লিস্টের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়ে গিয়েছে। এখন, কেউ যদি চায় যে, সে বড় থেকে ছোট ক্রমে সাজাবে, তাহলে sort() মেথডের ভেতরে reverse নামে একটি প্যারামিটার আছে, সেখানে True পাঠাতে হবে –

>>> li = [1, 3, 4, 5, 6, 2, 3]
>>> li.sort(reverse=True)
>>> print(li)
[6, 5, 4, 3, 3, 2, 1]

একটি স্ট্রিংয়ের লিস্টকেও একইভাবে সর্ট করা যায়। যেমন –

>>> countries = ["Bangladesh", "Japan", "Australia", "Canada", "Singapore"]
>>> countries.sort()
>>> print(countries)
['Australia', 'Bangladesh', 'Canada', 'Japan', 'Singapore']

আমরা দেখতে পাচ্ছি, লিস্টকে সর্ট করা হলে লিস্টের ভেতরের উপাদানগুলো নির্দিষ্ট ক্রমে সাজানো হয়ে যায়, আগের লিস্টটি আর পাওয়া যায় না। কিন্তু আমরা যদি সেটি পেতে চাই, তাহলে কী করতে হবে? পাইথনে আরেকটি ফাংশন আছে, যার নাম sorted(). এটি সর্ট করার পরে একটি নতুন লিস্ট রিটার্ন করে। যেই লিস্টটি সর্ট করা হচ্ছে, সেটি পরিবর্তন হয় না। নিচের কোড দেখলেই এটি বুঝতে পারা যাবে –

>>> li = [1, 3, 4, 5, 6, 2, 3]
>>> nums = sorted(li)
>>> print(nums)
[1, 2, 3, 3, 4, 5, 6]
>>> print(li)
[1, 3, 4, 5, 6, 2, 3]

sorted() ফাংশনটি কেবল লিস্ট না, অন্য ইটারেবলের (iterable) ওপরও কাজ করে। যেমন, আমরা চাইলে একটি টাপলকে সর্ট করতে পারি। ফলাফল হিসেবে একটি লিস্ট রিটার্ন করা হবে।

>>> tpl = (3, 8, 1, 4, 6, 2)
>>> result = sorted(tpl)
>>> result
[1, 2, 3, 4, 6, 8]
>>> tpl
(3, 8, 1, 4, 6, 2)

sorted() ফাংশনেও উল্টো ক্রমে সর্ট করতে চাইলে reverse প্যারামিটার ব্যবহার করা যাবে।

>>> li = [1, 3, 4, 5, 6, 2, 3]
>>> nums = sorted(li, reverse=True)
>>> print(nums)
[6, 5, 4, 3, 3, 2, 1]
>>> print(li)
[1, 3, 4, 5, 6, 2, 3]

পাইথনের এই বিল্টইন সর্ট করার ফাংশনটিতে আসলে Timsort নামক একটি অ্যালগরিদম ব্যবহার করা হয়।

পাইথনের সর্টিং নিয়ে পরবর্তী লেখায় আমরা আরেকটু জটিল ডেটা স্ট্রাকচার কীভাবে সর্ট করতে হয়, সেটি দেখব।

FAQ – পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা

পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা (লেখক তামিম শাহরিয়ার সুবিন) বই সম্পর্কে কিছু সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর –

১) কোন প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে?

উত্তরঃ দ্বিমিক প্রকাশনী (ওয়েবসাইট http://dimik.pub )

২) বইয়ের দাম কত?

উত্তরঃ গায়ের দাম ২০০ টাকা (দোকানে একটু কম রাখার কথা)।

৩) বইতে পাইথন ২ নাকি পাইথন ৩ ব্যবহার করা হয়েছে?

উত্তরঃ পাইথন ৩।

৪) আমি (তামিম শাহরিয়ার সুবিন-এর) কম্পিউটার প্রোগ্রামিং ১ম ও ২য় খণ্ড বইটি পড়েছি, এখন কি পাইথন বইটি পড়ব?

উত্তরঃ পাইথন শেখার কোনো দরকার থাকলে পড়া যেতে পারে, নইলে পড়ার দরকার নাই।

৫) বইটা কাদের জন্য উপযোগি?

উত্তরঃ যারা প্রোগ্রামিংয়ে একেবারে নতুন, প্রোগ্রামিং শেখা শুরু করবে, তাদের জন্য উপযোগি। এছাড়া যারা আগে প্রোগ্রামিং শিখতে গিয়ে শিখতে পারে নাই, এখন আরেকবার চেষ্টা করবে, বইটি তাদেরও কাজে লাগতে পারে। যারা অভিজ্ঞ প্রোগ্রামার, বইটি তাদের জন্য নয়।

৬) “পাইথন পরিচিতি” ও “পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা” বই দুটির মধ্য পার্থক্য কী?

পাইথন পরিচিতি বইতে পাইথন 2.x ব্যবহার করা হয়েছে, আর পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা বইটিতে 3.x। পাইথন পরিচিতি বইটি অভিজ্ঞ প্রোগ্রামার যারা পাইথন শিখতে চায়, তাদের জন্য, আর পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা বইটি যারা নতুন প্রোগ্রামিং শিখতে চায়, তাদের জন্য।

৭) বইটি কোথায় পাওয়া যাবে?

নীলক্ষেতের হক লাইব্রেরি, মানিক লাইব্রেরি ও রানা বুক পাবলিশার্স-এ (ফোন নাম্বার দ্বিমিকের ওয়েবসাইটে দেওয়া আছে)। এছাড়া ঘরে বসে অনলাইনে অর্ডার করা যাবে রকমারি ডট কম-এ।

৮) ঢাকার বাইরে থেকে কিভাবে কিনব?

উত্তরঃ উপরে উল্লেখিত (নীলক্ষেতের) তিনটি বইয়ের দোকানে যোগাযোগ করতে হবে (ঠিকানা দ্বিমিকের ওয়েবসাইটে দেওয়া আছে)। এছাড়া rokomari.com বাংলাদেশের যেকোনো জায়গায় বই পৌঁছে দেয়।

৯) বাংলাদেশের বাইরে থেকে কিভাবে কিনব?

উত্তরঃ জানি না।

১০) বইতে কী কী বিষয় আলোচনা করা হয়েছে?

উত্তরঃ বইয়ের ওয়েবসাইটে বিস্তারিত আছে ঃ http://dimik.pub/book/155/

১১) পাইথন সম্পর্কিত কিছু প্রশ্ন ছিল, কোথায় জিজ্ঞাসা করবো?

উত্তরঃ পাইথন নিয়ে জিজ্ঞাসা থাকলে নিচের দুটি গ্রুপে কিংবা প্রোগ্রামাবাদে প্রশ্ন করতে হবে:

১২) আচ্ছা, পাইথন কী?

উত্তরঃ বিস্তারিত লিখেছি এই লেখায় : পাইথন কী?